Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সেমিতে চোখ রেখে বিশ্বকাপে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম

শিরোপায় চোখ রেখে বিশ্বকাপ অভিযানে যাচ্ছে আফগানিস্তান। শক্তির বিচারে তাদের চেয়ে অনেকটা এগিয়ে থাকা নিউজিল্যান্ডের লক্ষ্য কিনা সেমি-ফাইনাল! দলটির কোচ গ্যারি স্টেড জানালেন, আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা চারে থাকাই তাদের প্রথম চাওয়া।
গত জুনে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা ঘরে তোলে নিউজিল্যান্ড। তাদের সামনে সুযোগ রয়েছে একই বছর আরেকটি বৈশ্বিক আসরের সেরা হওয়ার। তবে স্টেড জানালেন, নিজেদের লক্ষ্য থেকে সরছেন না তারা। আপাতত খেলতে চান সেমি-ফাইনাল।
ওমান ও সংযুক্ত আরব আমিরাতে হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্রামে থাকা স্টেড দলের সঙ্গে যোগ দিতে এরই মধ্যে আমিরাতে পৌঁছেছেন। সেখানেই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানালেন নিজেদের পরিকল্পনা, ‘প্রতিটা টুর্নামেন্টেই সবাই উচ্চাশা নিয়ে যায়, জেতার আশা করে এবং লক্ষ্য অর্জনের জন্য নিজেকে একটি অবস্থায় তুলে ধরে। আমাদের প্রথম লক্ষ্য ম্যাচ ধরে ধরে এগোনো। তবে মূল লক্ষ্য সেমি-ফাইনালে পৌঁছানো। আর যদি ওই পর্যায়ে যেতে পারি, তখন জানব শিরোপা থেকে কেবল দুই জয় দূরে আমরা।’
বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা করে নেওয়া নিউজিল্যান্ড আছে গ্রুপ-২ এ। তাদের সঙ্গী ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। প্রাথমিক পর্ব উতরে যাবে আরও দুই দল। স্টেড মনে করেন, এবারের আসরের শিরোপা জেতার দাবিদার ছয়-সাতটি দল, ‘আমরা কঠিন একটি গ্রুপে আছি। আমি সত্যিই মনে করি, ছয়-সাতটি দল আছে যারা এই টুর্নামেন্ট জিততে পারে। আর এটা বিশ্ব ক্রিকেটের জন্যও ভালো।’
আগামী ১৭ অক্টোবর ওমানে প্রাথমিক পর্ব দিয়ে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। ২৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে মূল পর্বের লড়াই। ১৪ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে বৈশ্বিক এই আসরের। নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ ২৬ অক্টোবর, পাকিস্তানের বিপক্ষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ