Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপে বাংলাদেশের সুপারফ্যান টাইগার শোয়েব না থেকেও আছেন তামিম!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম

শোয়েব আলী বুখারি। ক্রিকেট অঙ্গনে তিনি পরিচিত টাইগার শোয়েব নামে। যেখানেই বাংলাদেশ ক্রিকেট দলের খেলা, সেখানেই হাজির হয়ে যান বাংলাদেশের পতাকা আর বাঘের অবয়ব নিয়ে। সেই শোয়েব এবার বিশ্বকাপে যাচ্ছেন তামিম ইকবালের মহানুভবতায়।
ক্রিকেটের পেছনে ছুটে পেশাগত জীবনে থিতু হওয়া সম্ভব হয়নি শোয়েবের। ধারদেনা করে খেলা দেখার নেশা তবু কমবার নয়। সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মত খরুচে জায়গায় বসতে চলেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। বিশ্বকাপে কীভাবে যাবেন, কোনোভাবেই বুঝতে পারছিলেন না শোয়েব। এমন পরিস্থিতিতে শোয়েব ফোন করেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। তামিম নিজে বিশ্বকাপে যাচ্ছেন না, কিন্তু মুহূর্তেই শোয়েবের স্পন্সরের ব্যবস্থা করে দেন। তাই অনিশ্চয়তা কাটিয়ে বিশ্বকাপ মাঠে বসে দেখার সুযোগ পাচ্ছেন শোয়েব।
শোয়েব ইতোমধ্যে আরব আমিরাতের ভিসা পেয়ে গেছেন। অপেক্ষায় আছেন ওমানের ভিসার জন্য। এমন সঙ্কটে পাশে থাকার জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে তামিমের প্রতি কৃতজ্ঞতা শোয়েবের, ‘আমার বন্ধু, ভারতের সমর্থক সুধীর গৌতম শচীন টেন্ডুলকারের ভক্ত। সে শচীনকে একটা ফোন করলেও শচীন কোনো প্রতিষ্ঠানে ফোন করে স্পন্সর জোগাড় করে দিতেন। আমি ভাবতাম, আমি তো কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের ভক্ত নই, আমি সবার ভক্ত, পুরো বাংলাদেশের ভক্ত। আমি কাকে বলব? বললেই কী কেউ ব্যবস্থা করে দেবেন?’
শোয়েব সাহস করে ফোন দেন তামিমকে, জানান নিজের দুরাবস্থার কথা। তামিম তৎক্ষণাৎ সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেভেন রিংস সিমেন্ট কর্তৃপক্ষকে ফোন করেন। তামিম প্রতিষ্ঠানটির পণ্যদূত। তার দু-চার কথায় সেভেন রিংস সিমেন্টই নেয় বিশ্বকাপে শোয়েবের খরচপাতির দায়িত্ব। শোয়েব বলেন, ‘যেভাবেই হোক আমার স্পন্সর দরকার ছিল। তামিম ভাই সাথে সাথেই ব্যবস্থা করে দেবেন তা ভাবিনি। আমার জন্য এটা বিশাল প্রাপ্তি। এত ব্যস্ততার মধ্যেও এত দ্রুত সব ব্যবস্থা করে দিলেন। ভক্তদের যে কত ভালোবাসেন এটা তারই প্রতিফলন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ