Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর হলেন এডিমন জিনটিং

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ৪:৪৫ পিএম

এশীয় উন্নয়ন ব্যাংক, এডিবির বাংলাদেশে নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে মনোনয়ন পেয়েছেন এডিমন জিনটিং। তিনি মনমোহন পারকাশের স্থলাভিষিক্ত হচ্ছেন। আজ মঙ্গলবার কান্ট্রি ডিরেক্টর পদে মনমোহন পারকাশের স্থলাভিষিক্ত হবেন তিনি। এর আগে এডিবির উপমহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এডিমন জিনটিং।

এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মনমোহন পারকাশ সম্প্রতি এডিবির দক্ষিণ এশিয়া বিভাগে উপ-মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন। এডিমন জিনটিং ১৪ বছর ধরে এডিবিতে কাজ করছেন। তার আগে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে একজন অর্থনীতিবিদ হিসেবে কাজ করেছেন। এ ছাড়া ইন্দোনেশিয়ার পার্লামেন্টের বাজেট কমিটিতে পরামর্শকের ভূমিকাও তিনি পালন করেছেন।

এডিবিতে যোগ দেয়ার পর ইন্দোনেশিয়ায় এ ব্যাংকের দপ্তরে একজন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ এবং ডেপুটি কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন জিনটিং। এ ছাড়া এডিবি সদরদপ্তরের অর্থনৈতিক গবেষণা ও আঞ্চলিক সহযোগিতা বিভাগের উপমহাপরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ