Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে সাজার রায় শুনে আদালত থেকে হাওয়া আসামি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২১, ১০:৫৫ পিএম

সাজার রায় শুনে আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গেছেন আসামি। সোমবার চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ খাইরুল আমীনের আদালতে এ ঘটনা ঘটেছে। রায় ঘোষণার ধার্য দিনে আসামির কাঠগড়ায় হাজির আসামি আবুল হাসেম মাঝি। বিচারক রায় ঘোষণা করে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কিন্তু তাকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য পুলিশ সদস্যদের ডাকা হলেও কাউকে পাওয়া যায়নি। এ সুযোগে আসামি উধাও হয়ে যান। চেক প্রত্যাখ্যানের মামলায় বিচারক আসামিকে সাজা দেন।

আসামির আইনজীবী আশিষ কুমার শীল বলেন, রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় ছিলেন। পরে আসামি কাঠগড়া থেকে পালিয়ে যান। এ সময় আদালতে কোনো পুলিশ সদস্য ছিলেন না। বিচারক ডেকেও কোনো পুলিশ সদস্যকে পাননি। আইনজীবী নিজেও আসামিকে অনেক খোঁজাখুঁজি করে পাননি।



 

Show all comments
  • Nayeemul ৫ অক্টোবর, ২০২১, ৪:১৪ এএম says : 0
    Just like movie. It's Bangladesh where everything is possible
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ