Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় মাসুম হত্যার বিচারের দাবীতে সড়ক অবরোধ

পুলিশের লাঠিচার্জ, অপমৃত্যু মামলা রেকর্ড!

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২১, ৮:২২ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় কলেজ ছাত্র মাসুম (১৮) মৃত্যুর ঘটনায় গতকাল সোমবার সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মাসুমকে পরিকল্পিত হত্যা দাবী করে বিচারের দাবীতে আনোয়ারা সদর, উপজেলা পরিষদ, ওই দিন রাতে মাসুমকে মোটর সাইকেলে নিয়ে যাওয়া দীপ্ত দত্তের বাড়ী ও আনোয়ারা থানার মূল ফটক দেড় ঘন্টা অবরোধ করে রাখে শত শত নারী পুরুষ। এসময় সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে মাসুমের মৃত্যুর ঘটনায় আনোয়ারা থানায় একটি অপমৃত্যু মামরা রেকর্ড করা হয়েছে। তবে মাসুমের বাবার দাবী মামলা করতে গেলে পুলিশ হত্যা মামরা নেয়নি।

আনোয়ারা থানা সূত্রে জানাযায়, কলেজ ছাত্র মাসুম বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে মৃত্যু ঘটেছে তাই এ ঘটনায় গতকাল রবিবার রাতে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়। ময়নাতদন্ত রিপোর্টের উপর ভিত্তি করেই নির্ভর করবে অপমৃত্যু নাকি হত্যা মামলা হবে।

তবে মাসুমের বাবা ও স্বজনদের দাবী, ঘটনার দিন রাতে মাসুমকে মোবাইল ফোনে কল করে ঘর থেকে দীপ্ত দত্ত ও অন্যরা ডেকে নিয়ে হত্যা করে। তাই ৫ জনকে আসামী করে মাসুমের বাবা থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ মামলা না নিয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করেন। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে এক ধরণের চাপা ক্ষোভ বিরাজ করছে। এদিকে আদরের সন্তানকে হারিয়ে মাসুমের বাবা মো. ইউছুপ বারবার বেহুশ হয়ে পড়ছেন।

নিহত মাসুমের ভাই আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার ভাইকে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এখন পুলিশ মামলা নিচ্ছেনা। উল্টো স্থানীয় প্রভাবশালীরা মামলা না করতে আমাদের হুমকি দিচ্ছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, মাসুম নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্টে যদি হত্যার আলামত পাওয়া যায় তাহলে হত্যা মামলা রেকর্ড করা হবে।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর রাত দুইটায় উপজেলা সদরের পাশের ইছামতি এলাকা থেকে আনোয়ারা সরকারি কলেজের এইসএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল মাসুমের লাশ উদ্বার করে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে মাসুম বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে জানায় পুলিশ। তবে, আনোয়ারা থানার সামনের এক ব্যবসায়ী ঘটনার আগে রাত সাড়ে দশটায় স্থানীয় সাবেক এক ইউপি সদস্য সাগর দত্তের ছেলে দীপ্ত দত্তের সাথে মোটরসাইকেলে করে ঘটনাস্থলের দিকে যেতে দেখেছেন বলে জানিয়েছেন। স্বজনরা মাসুমের মৃত্যুর জন্য দীপ্ত দত্তকেই দায়ী করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ