Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টম ক্রুজের সঙ্গে বিয়ে নিয়ে নিকোল কিডম্যানের মূল্যায়ন

প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

টম ক্রুজের সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে অভিনেত্রী নিকোল কিডম্যান একবারেই মুখ খোলেন না। সম্প্রতি দুই দশক আগে মাত্র ২৩ বছর বয়সে ক্রুজের সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে ছোট হলেও মন্তব্য করেছেন অভিনেত্রীটি।
রেড নামের একটি সাময়িকীকে দেয়া এক সাক্ষাতকারে নিকোল বলেন, “বিয়ের সময় আমার বয়স খুবই কম ছিল। আমি এখন সেই স্মৃতি ঘাটতে গেছে অবাক হয়ে যাই।”
এরপর তিনি বর্তমান প্রজন্মের সঙ্গীত তারকা টেইলর সুইফটকে নিয়ে মন্তব্য করেন।
তিনি আরও বলেন : “আপনারা টেইলর সুইফ্টের দিকে তাকাতে পারেন। আমি বলতে চাইছি, তার বয়স আর কত? মাত্র ২৬। আমার বয়স সাতাশে পৌঁছার আগেই আমি দুই (দত্তক নেয়া) সন্তানের মা হয়েছি আর চার বছরের দাম্পত্য জীবন কাটিয়েছি। কিন্তু আমি তো তখন তাই চেয়েছিলাম।”
কিডম্যান (৪৯) ‘ডেজ অফ থান্ডার’ চলচ্চিত্রের সেটে পরিচয়ের পর ১৯৯০ সালে টম ক্রুজকে বিয়ে করেন। এরপর তারা ইসাবেলা আর কনরকে দত্তক নেন; এদের বয়স এখন যথাক্রমে ২৩ আর ২১।
অস্কার বিজয়ী অভিনেত্রীটি বর্তমানে কান্ট্রি গায়ক কিথ আরবানের ঘর করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টম ক্রুজের সঙ্গে বিয়ে নিয়ে নিকোল কিডম্যানের মূল্যায়ন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ