বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেযা খাঁন ফাযেলে ব্রেলীর (রহ.) ওরশে বক্তারা বলেছেন, শত বছর আগে ভারতবর্ষসহ বিশ্বের যে কোন প্রান্তে ইসলাম বিদ্বেষী ও বিকৃতকারীদের বিরুদ্ধে আ’লা হযরত কোরআন সুন্নাহর আলোকে সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরেছিলেন। তার লিখনীর যুক্তি আজ পর্যন্ত কেউ খন্ডন করতে পারেনি, কেয়ামত পর্যন্তও পারবেনা। নবী বিদ্বেষীদের বিরুদ্ধে তিনি ছিলেন সর্বদা সোচ্চার। শনিবার রাতে ষোলশহর আলমগীর খানকায় মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
এতে প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মহসীন। উদ্বোধনী বক্তব্য রাখেন ট্রাস্টের সেক্রেটারী মুহাম্মদ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক আল্লামা হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান আলকাদেরী। প্রধান বক্তা ছিলেন জামেয়ার প্রিন্সিপাল মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন আল্লামা কাযী মুহাম্মদ মঈনুদ্দীন আশরাফী, শায়খুল হাদিস আল্লামা হাফেজ মুহাম্মদ সোলাইমান আনছারী, আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।