Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাল্টা মহড়ায় চীনের ২৫ বিমান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২১, ১২:০৯ এএম

তাইওয়ান প্রণালীতে ব্রিটিশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের অভিযানের পর তাইওয়ানের আকাশে পাল্টা মহড়ায় ২৫টি বিমান পাঠিয়েছে চীন। তাইওয়ান প্রণালীর ওপর সার্বভৌমত্ব দাবি করে আসছে চীন। মূলত এ দাবিকে চ্যালেঞ্জ করে ব্রিটিশ নৌবাহিনী সেখানে যুদ্ধজাহাজ পাঠিয়েছে। চীনা তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়- ২২টি জঙ্গিবিমান, পরমাণু অস্ত্র বহনে সক্ষম দুটি বোমারু বিমান এবং একটি সাবমেরিন বিধ্বংসী বিমান পাঠিয়েছে। চীনা বিমানের প্রথম ব্যাচ তাইওয়ান নিয়ন্ত্রিত প্রাতাস দ্বীপের কাছে ওড়াউড়ি করে। বিমানের এ ব্যাচে দুটি বোমারু বিমানও ছিল।বিমানের দ্বিতীয়বারে ব্যাচ বাশি চ্যানেলের আকাশে উড়ে যায়। বাশি চ্যানেল তাইওয়ান দ্বীপকে ফিলিপাইন থেকে আলাদা করেছে। তাইওয়ান নিজেকে আলাদা রাষ্ট্র দাবি করলেও চীন তাইওয়ানকে নিজের ভ‚খÐ হিসেবে দেখে থাকে। আন্তর্জাতিকভাবেও বেশিরভাগ দেশ তাইওয়ানের ওপর চীনের সার্বভৌমত্বকে স্বীকার করে। তবে সা¤প্রতিক বছরগুলোতে আমেরিকা এক চীন নীতি থেকে সরে এসেছে। তারা তাইওয়ানকে চীনের বিরুদ্ধে উসকানি দিয়ে সংঘাতে জড়িয়ে দিতে চায়। ইকোনমিক টাইমস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ