Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএটি বাংলাদেশ লিডারশিপ টিমের নেতৃত্বে শেখ শাবাব আহমেদ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২১, ৭:৪৪ পিএম

বিএটি বাংলাদেশ লিডারশীপ টিমে এক্সটারনাল অ্যাফেয়ার্সের প্রধান হিসেবে যোগ দিয়েছেন শেখ শাবাব আহমেদ। এর মধ্যে দিয়ে দেশের করপোরেট সেক্টরে সর্বকনিষ্ঠ শীর্ষস্থানীয় নেতাদের একজন হিসেবে অধিষ্ঠিত হলেন তিনি। ১৬ বছর ধরে বিএটি বাংলাদেশে কাজ করছেন শেখ শাবাব আহমেদ। কর্মজীবনে তিনি বিভিন্ন ব্যবস্থাপনা এবং নেতৃত্বদানকারী উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি যুক্তরাজ্যের লন্ডনে বিএটি প্রধান কার্যালয়ে গ্লোবাল রেগুলেটরি এনগেজমেন্ট ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শেখ শাবাব আহমেদ ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) সম্পন্ন করেছেন। তিনি সেন্ট জোসেফ হাই স্কুল, ঢাকা এবং নটরডেম কলেজের একজন প্রাক্তন ছাত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ