রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুফাতো বোনকে ধর্ষণের অভিযোগে সদ্য বিবাহিত মামাতো ভাইকে গ্রেফতারের ৫ ঘণ্টা পর থানায় বসে রফাদফার অভিযোগ পাওয়া গেছে। সালিসে ১ লাখ ৪০ হাজার টাকায় মুক্ত হন অভিযুক্ত মামাতো ভাই শাহিন। সেই টাকা থেকে অভিযোগকারী মামাতো বোনকে ৮০ হাজার টাকা দিয়ে থানার খরচ বাবদ বাকি ৬০ হাজার টাকা রেখে দেয়ারও অভিযোগ ওঠেছে। গত শনিবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর থানায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহিন (২৫) উপজেলার সদর ইউনিয়নের ইউসুফ নগর গ্রামের নূরু মিয়ার ছেলে।
জানা যায়, শাহিন প্রবাসে থাকাকালে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে ঠিক হয়। গত ১৭ আগস্ট শাহিন দেশে আসার পর তার মামাতো বোনকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করেন। এক পর্যায়ে তাদের দু’জনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এরই মধ্যে গত ২৮ সেপ্টেম্বর শাহিন অন্যত্র বিয়ে করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।