বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দুর্গাপূজা উপলক্ষে গত ১০ দিনে বেনাপোল বন্দর দিয়ে ৯৪৫ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে ভারতে।
সরকার এবারের দুর্গাপূজায় ভারতে ৪ হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে।
শনিবার রাত পর্যন্ত বেনাপোল কাস্টমসে কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, বেনাপোল বন্দর দিয়ে গত ১০ দিনে ৯৪৫ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। আগামী ৩ অক্টোবরের মধ্যে সব ইলিশ ভারতে রপ্তানির নির্দেশনা রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে সরকার ভারতে ৪ হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে।
বেনাপোল বন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে ১১৫টি প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন করে ৪ হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেয় সরকার। ২০ সেপ্টেম্বর ৫২টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৮০ মেট্রিক টন ও ২৩ সেপ্টেম্বর ৬৩টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৫২০ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়। আগামী ৩ অক্টোবরের মধ্যে রপ্তানির শেষ দিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।