Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাইস কুকারকে ‘বিয়ে’!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

নাম তার খায়রুল আনাম। বাড়ি ইন্দোনেশিয়ায়। তার একটি অদ্ভুত কাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি একটি রাইস কুকারকে ‘বিয়ে’ করেছেন। এ জন্য সব ধরনের রীতিনীতিও তিনি মেনেছেন। আর সেই ঘটনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে অনলাইন দুনিয়ায়।

বিচিত্র এই ‘বিয়ের’ কথা গত সপ্তাহে নিজেই জানিয়েছেন খায়রুল আনাম। সেই বিয়ের একাধিক ছবিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। পোস্ট করা ছবিতে দেখা গেছে, বরের পোশাক পরা খায়রুল সাদা রঙের কনের পোশাকে মোড়ানো একটি রাইস কুকারকে চুম্বন করছেন। আরেক ছবিতে দেখা যাচ্ছে, ‘কনে’ রাইস কুকারকে পাশে নিয়ে বিয়ের নিবন্ধন খাতায় সই করছেন তিনি। সেখানে কাজীসহ অন্য ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। ছবিগুলোর নিচে ক্যাপশনও দিয়েছেন খায়রুল। রাইস কুকারকে বিয়ের করার কারণ জানাতে তিনি লিখেছেন, ‘আমি রাইস কুকারকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, এটা দেখতে সুন্দর, রান্নাও ভালো করে। আবার ঝগড়াও করে না।’ খায়রুল আনামের ওই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে। লাইক-কমেন্ট পড়ে হাজার হাজার।

তবে বিচিত্র সেই বিয়ে টেকেনি বেশি দিন। চার দিন পরই বিবাহবিচ্ছেদ হয়েছে। খায়রুল আনাম রাইস কুকারকে ‘ডিভোর্স’ দেয়ার কারণ হিসেবে বলেছেন, ‘এটা শুধু ভাতই রান্না করতে পারে। অন্য আর কিছু রান্না করতে পারে না।’ বিবাহবিচ্ছেদের কথা যথারীতি ফেসবুকেই জানিয়েছেন ওই ইন্দোনেশীয়। ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, এটা কোনো আসল বিয়ে নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিনোদন দিতে রাইস কুকারকে বিয়ে ও পরে বিচ্ছেদের ঘটনা সাজিয়েছেন খায়রুল আনাম। খবরে আরও বলা হয়েছে, খায়রুল আনাম ইন্দোনেশিয়ার এক পরিচিত মুখ। তিনি তার অনুসারীদের বিনোদন দিতে অনলাইনে নানা ধরনের অদ্ভুত কাণ্ড ঘটান। সূত্র : টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ