Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহিলা আওয়ামী লীগ নেত্রীর দুই স্বামী, তালাক না দিয়ে ফের বিয়ের অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২১, ৮:২৭ পিএম

প্রথম স্বামীকে তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ের অভিযোগ উঠেছে নরসিংদীর মহিলা আওয়ামী লীগ নেত্রী তাহমিনা বেগমের বিরুদ্ধে। অর্থ হাতিয়ে নেয়া ও প্রতারণাসহ নানা অভিযোগ তুলে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে প্রথম স্বামীর স্বজনরা। আজ শনিবার দুপুরে শহরের বৌয়াকুর এলাকার একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তাহমিনা নরসিংদী জেলা মহিলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য বলে নিশ্চিত করেছেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছমিন সুলতানা।

সংবাদ সম্মেলনে স্বামী মোশারফ হোসেনের বোন ফারজানা আক্তার জানান, ২০০৬ সালে রায়পুরা উপজেলার আদিয়াবাদ শিকদারপাড়া এলাকার মৃত আব্দুল মন্নাফ মুন্সির মেয়ে তাহমিনা বেগমকে বিয়ে করেন সৌদি প্রবাসী মোশারফ হোসেন। বিয়ের পর থেকেই নানাভাবে সুকৌশলে নগদ অর্থ হাতিয়ে নেয়াসহ অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে নেত্রী তাহমিনা। পরে প্রথম স্বামীকে তালাক না দিয়েই ফ্রান্স প্রবাসী রায়হান মিয়াকে বিয়ে করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী প্রবাসীর পরিবার।

তিনি আরও জানান, নেত্রী তাহমিনার এসব কুকর্মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সৌদি প্রবাসী মোশারফ হোসেন দেশে আসলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে মেরে ফেলাসহ নানাভাবে হুমকি-ধামকি প্রদান করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এ ব্যাপারে মহিলা আওয়ামী লীগ নেত্রী তাহমিনা বেগম গণমাধ্যমকে জানান, তারা সংবাদ সম্মেলন করে কেনো? অভিযোগগুলোর বিষয় সব মিথ্যা বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেত্রীর দুই স্বামী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ