Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসির হোটেলে চুরি, খোয়া গেছে লক্ষ টাকার অলঙ্কার-পাউন্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২১, ৩:২৫ পিএম

প্যারিসে এখনো ভাড়া বাসায় উঠেননি লিওনেল মেসি ও তার পরিবার। আপাতত যে হোটেলে থাকছেন মেসি ও তার পরিবার, সেটিতে গত বুধবার রাতে ডাকাতি হয়েছে। মেসিরা হোটেলের যে অংশে থাকেন, তার ঠিক ওপরের তলাতেই এই ঘটনা ঘটেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভবনের ছয়তলার ব্যালকনির একটা খোলা দরজা দিয়ে মুখোশধারী দুজন হোটেলে প্রবেশ করে। মেসি ও তাঁর পরিবার থাকে ভবনের পঞ্চম তলায়। মেসিদের কোনো ক্ষয়ক্ষতি খবর এখনো পাওয়া যায়নি।
মেসিদের কোনো ক্ষয়ক্ষতি না হলেও অন্য কয়েকটি কক্ষ থেকে লাখ লাখ টাকার অলংকার ও দামি জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতেরা। হোটেলে কক্ষ ভাড়া নেওয়া এক নারী অতিথির ৩ হাজার পাউন্ডের দামি নেকলেস, ২ হাজার পাউন্ড ও ৫০০ পাউন্ড দামি কানের দুলও নিয়ে গেছে নিয়ে গেছে।
দ্য সানকে ওই নারী বলেন, ‘নিরাপদ একটা জায়গায় টাকা দিয়ে থাকার পর কেউ একজন আপনার রুমে প্রবেশ করল, এটা খুব হতাশার। পুলিশ আমাদের বলেছে, সিসিটিভি ক্যামেরায় একটি ব্যাগ নিয়ে দুজন লোককে ছাদে দেখেছে। কিন্তু তাদের শনাক্ত করতে পারেনি তারা। তারা আরও বলেছে, আরও তিনটি চুরির ঘটনা ঘটেছে। একজন মরোক্কান নাগরিক, পাশের রুমে থাকে। সে বলল তার ঘড়ি খুঁজে পাচ্ছে না।’ সূত্র: মার্কা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ