প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মাস কয়েক আগে কলকাতার বিনোদন মহল ও সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছিল অভিনেতা কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত জীবনের বিতর্কে। তার স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন টেলিভিশন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চন। প্রায় এক মাস ধরে চলেছিল সেই বিতর্ক। মাঝে কিছুদিন একসঙ্গে ক্যামেরাবন্দি হওয়া বন্ধ করলেও উত্তেজনা থামতেই ফের একসঙ্গে দেখা যেতে শুরু করেছে কাঞ্চন-শ্রীময়ীকে। এর মাঝেই অভিনেতা কাঞ্চন মল্লিককে নিয়ে মুখ খুললেন তার প্রথম পক্ষের স্ত্রী অনিন্দিতা দাস।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তরে জানান, “আমাদের সাড়ে সাত বছরের দাম্পত্য ছিল। বহুকাল বিচ্ছেদ হয়ে গিয়েছে। এ বিষয়ে আর কথা বলতে চাই না।” কাঞ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “দেখুন, ওর জীবনে কী হচ্ছে, তা দেখার জন্য ওর পরিবার আছেন। এটা তাদের বিষয়। আমি মন্তব্য করার কেউ নই।” দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন কিনা প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন, “না। মানুষ পরিবারের জন্য বিয়ে করে। আমার তো পরিবার আছে।”
অনেকেই হয়তো অনিন্দিতা দাস তথা কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রীর কথা জানতেন না। তিনি নিজেও রুপোলি পর্দার জগতের একজন। দীর্ঘ ১৫ বছর হল তিনি এই রুপোলী জগতে পদার্পণ করেছেন। কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘দত্ত এবং বৌমা’-তে মুকুটের মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। কাঞ্চনের সাথে সাড়ে সাত বছরের দাম্পত্য জীবন অতিবাহিতের পর তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে।
ইন্ডাস্ট্রিতে কোনো গডফাদার ছাড়াই পা রেখেছিলেন অনিন্দিতা। এখন একসঙ্গে একাধিক প্রোজেক্টে কাজ করছেন অনিন্দিতা। ‘দত্ত অ্যান্ড বৌমা’ সিরিয়ালে মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। পাশাপাশি অংশুমান চক্রবর্তীর তথ্যচিত্রে একজন গবেষকের ভূমিকাতেও অভিনয় করছেন অনিন্দিতা। খুব শীঘ্রই রোজা সিরিয়ালও শুরু হবে তার। মুম্বাইতে ওয়েব সিরিজে অভিনয় করার জন্য সুযোগও পান তিনি। কিন্তু অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি শয্যাদৃশ্যে অভিনয় করতে হবে দেখে সেই সুযোগ প্রত্যাখ্যান করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।