Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ১১:৫১ পিএম

মাগুরা-ঝিনাইদহ সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন মাগুরা সদর উপজেলার আলমখালির বাসিন্দা সার ব্যবসায়ী অমরেশ বসু (৬২) ও মাগুরা শহরের পুলিশ লাইন এলাকার বাসিন্দা মাগুরা শস্য গুদাম ঋণ প্রকল্প অফিসের অফিস সহায়ক রসুল শিকদার (৪৮)।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম জানান, শুক্রবার সকালে রসুল শিকদার মাগুরা-ঝিনাইদহ সড়কে হাঁটতে বের হন। ওই সড়কের হাওড় এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

অন্যদিকে একই সড়কের রাউতড়া এলাকায় বৃহস্পতিবার সকালে নসিমনের ধাক্কায় গুরুতর আহত হন আলমখালি বাজারের সার ব্যবসায়ী অমরেশ বসু। তাকে চিকিৎসার জন্য প্রথমে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে পরে অবস্থার অবনতিতে ঢাকায় নেবার পথে রাতেই তার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দূর্ঘটনা

১২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ