Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাবার না পেয়ে ডিলিট!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

একটানা পরিশ্রমের পর ক্ষুধা এবং ক্লান্তিতে বিধ্বস্ত ফটোগ্রাফার। তাকে বলা হয়, খেয়ে বিশ্রাম নিয়ে সময় নষ্ট করতে চান? না কি একজন পেশাদার হিসেবে কাজ সেরে টাকা নিয়ে বাড়িতে ফিরতে চান। জবাবে এক মুহূর্তও দেরি না করে ওই ফটোগ্রাফার প্রথম বিকল্পটিই বেছে নিয়েছেন। তিনি নেটমাধ্যমে জানতে চেয়েছেন তার সিদ্ধান্তে ভুল ছিল না তো!
নেটমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন ওই ফটোগ্রাফার। লিখেছেন, তিনি পেশাদার ফটোগ্রাফার নন। মূলত শখেই কুকুর বা পোষ্য জীবজন্তুর ছবি তুলেছেন। হঠাৎ এক বন্ধু তাকে নিজের বিয়ের ছবি তোলার প্রস্তাব দেন। সেখান থেকেই সমস্যার শুরু।
ফটোগ্রাফার জানান, তিনি বন্ধুকে জানিয়ে দেন আগে কোনও বিয়ের অনুষ্ঠানে ছবি তোলেননি। তারপরও বন্ধু তাকে জোর করে বলেন, ‘ছবি দেখতে ঠিক ঠাক হলেই হল’। বন্ধুর অনুরোধেই শেষ পর্যন্ত ছবি তুলতে রাজি হন। কিন্তু এখন তিনি আফসোস করছেন।
ফটোগ্রাফার লিখেছেন, ‘সকাল ১১টায় কাজ শুরু করি। বিকাল ৫টা পর্যন্ত সবাইকে খাবার দেওয়া হয়। কিন্তু আমার জন্য কোনও টেবিলে বসার জায়গাও সংরক্ষণ করা হয়নি।’
‘বন্ধু’র কাছে খাওয়ার জন্য ২০ মিনিটের ছুটি চান তিনি। জবাবে শুনতে হয়, ‘টাকার বিনিময়ে কাজ করছ। হয় পেশাদারের মতো কাজ করে টাকা নিয়ে বাড়ি যাবে। না হলে কাজ ছেড়ে বিশ্রামই নাও।’
সারাদিনের ক্লান্তির পর এর পর আর মাথার ঠিক ছিল না ফটোগ্রাফারের। তিনি বন্ধুর সামনেই তার বিয়ের তোলা সব ছবি ডিলিট করে বাড়ি ফিরে যান। তবে রাগের মাথায় করা কাজ ঠিক হয়েছে কি না, সেটা ভেবে তিনি এখন দোটানায়! সূত্র : টাইমস নাও, রিপাবলিক ওয়ার্ল্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ