Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবর্তনের জন্য জনগণকে রাস্তায় নামতে হবে

চট্টগ্রামে ডা জাফরুল্লাহ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ১০:২৫ পিএম

পরিবর্তনের জন্য জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়ে ডা জাফরুল্লাহ চৌধুরী বলছেন, পরিবর্তন দরকার। জনগণের সরকার দরকার। রাস্তায় নামতে হবে। জনগণের সরকার হলে বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না। প্রত্যেক লোকের চাকরি হবে। কেউ অভাবে থাকবে না।

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে গণসংহতি আন্দোলনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জনগণের সরকার প্রতিষ্ঠায় সত্যিকারের নির্বাচনের জন্য দুই বছর মেয়াদের জাতীয় সরকার গঠনের পক্ষেও মত দেন বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, সত্যিকার ভোট হতে হলে দুই বছরের জন্য একটা জাতীয় সরকার লাগবে। সব পরিবর্তন করতে হবে। জাতীয় সরকার হোক, দেখবেন দুই সপ্তাহের মধ্যে ওষুধের দাম অর্ধেক হয়ে যাবে। না হলে আমাকে ফাঁসি দিয়ে দেবেন।

পুলিশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পুলিশ রাতের বেলা ভোট ডাকাতি করে, আরেকদিকে সিনহাকে মারে— তারপরও তারা তাদের অবস্থানে ঠিক আছে। তবে ভোট চুরির ইতিহাস কিন্তু আজকের না, অনেক পুরনো। এরপরও আমি হাসিনার প্রশংসা করি। আমি কিন্তু হাসিনার ভক্ত মানুষ। উনি সুন্দর করে কথা বলেন। আমার নামে মাছ চুরির মামলা দিলেও দেখা হলে ভাই ডেকে কথা বলেন।

চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরোধিতা করে তিনি বলেন, ‘সিআরবিকে, প্রকৃতিকে, আমাদের ফুসফুসকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। চট্টগ্রাম শহরে একটি হাসপাতাল আছে। ইম্পেরিয়াল হাসপাতাল। ডা. রবিউল হোসেন এটা তৈরি করেছেন। তিনি একটা চক্ষু হাসপাতালও করেছেন। পৃথিবীর ১০০টি হাসপাতালের তালিকা করলে এই চক্ষু হাসপাতালের নাম আসবে। সিআরবিতে আর হাসপাতাল লাগবে না।

গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক হাসান মারুফ রুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকী, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু এবং মুহম্মদ আমির উদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডা জাফরুল্লাহ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ