মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পরিত্যক্ত জমির মাঝখানে পাথরের তৈরি সুড়ঙ্গ। এর প্রবেশ পথ একেবারেই সরু যে একজনের বেশি ঢুকতে পারবে না। পথটি নেমে গেছে গভীরে। এই প্রবেশ পথের ছবি এক গুগল ম্যাপ ব্যবহারকারী হাতে আসতেই তিনি তা ‘রেডিট’-এ পোস্ট করে প্রশ্ন করেন, ‘কোথায় যাচ্ছে এই পথ?’
এরপর অনেকেরই নজর কাড়ে ওই ছবি। শুরু হয় আলোচনা। একাধিক ‘তত্ত্ব’ও সামনে এসেছে। একজনের দাবি, ‘তুরস্কের বুরদুর আর ডেনিজিলের মাঝামাঝি এই রকম পরিত্যক্ত জমি রয়েছে। বহু প্রাচীন গ্রিক শহরও রয়েছে তুরস্কের ওই অংশে। কোনও একটি প্রত্নতাত্ত্বিক অঞ্চলের মধ্যেই হয়তো এই রহস্যজনক দরজা রয়েছে।’
আর একজনের দাবি, পৃথিবীতে এমন কোনও দ্বারপথের অস্তিত্ব নেই। হয়তো ইউরেনাস গ্রহে রয়েছে। অনেকে আবার বলছেন, এই পথ হয়তো কোনও সমাধিস্থলে যাওয়ার রাস্তা। সূত্র : ডেইলি স্টার ইউকে, রেডিট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।