পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সান্তাহার রেল স্টেশনে এশাদ নামে ৫-৬ মাস বয়সের এক শিশুকে কুরিয়ে পেয়েছে একজন ভাংরি ব্যবসায়ী। পরে তাকে স্থানীয় রেলওয়ে থানায় নিয়ে গেলে আত্মীয়-স্বজনকে না পেয়ে থানা পুলিশ শিশুটি ভাংরী ব্যবসায়ীর হেফাজতে দিয়েছে বলে জানাগাছে। গত দুদিনে তার কোন পরিচয় মেলেনি। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং সব খাবার খাচ্ছে।
সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন শহরের মাণগুদাম এলাকার ভাংরি পট্টির ব্যবসায়ী এরশাদ আলী জানান, গত বৃহস্পতিবার বিকেলে রেল স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মের রেলওয়ে থানার পেছনে শিশুটি কান্না-কাটি করছে দেখে তাকে স্থানীয় রেলওয়ে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের ধারণা কোন পাচারকারী দলরে সদস্যরা শিশুটিকে চুরি করে এনে সেখানে ফেলে রেখে গেছে। বিষয়টি নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার ওসি শাকিউল আযম বলেন, আইনি প্রক্রিয়ার শিশুটির ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।