Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালেবান সরকারকে একঘরে না করার আহ্বান কাতারের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

আফগানিস্তানের তালেবান সরকারকে একঘরে না করার আহ্বান জানিয়েছে কাতার। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রাহমান আল থানি কাতারের বন্ধু দেশগুলোর প্রতি এমন আহ্বান জানান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
দোহায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল-এর সঙ্গে এক সংবাদ সম্মেলনে আফগানিস্তান ইস্যু নিয়ে কথা বলেন কাতারি মন্ত্রী। এ সময় তিনি তালেবান ক্ষমতা দখলের পর নতুন আফগান সরকারকে বিচ্ছিন্ন করে না রাখারও আহ্বান জানান। তবে একইসঙ্গে তিনি নারী শিক্ষা নিয়ে তালেবানের গৃহীত পদক্ষেপকে ‘অত্যন্ত হতাশাজনক’ বলে আখ্যায়িত করেন। কীভাবে একটি ইসলামি ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা করতে হয় তালেবান নেতাদের তা দোহাকে দেখে শেখারও অনুরোধ জানান কাতারি মন্ত্রী।
সম্প্রতি আফগানিস্তানের মাধ্যমিক পর্যায়ে ছেলে শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষকদের ফেরার অনুমতি দেয় তালেবান সরকার। কিন্তু মেয়েদের এখনও স্কুলে ফেরার অনুমতি মেলেনি। তারা কবে স্কুলে ফিরতে পারবে সে বিষয়টিও স্পষ্ট করা হয়নি। এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনার মুখে পড়েছে আফগান সরকার। এ বিষয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তালেবানদের দেখানোর চেষ্টা করছি অন্যান্য মুসলিম দেশ কীভাবে আইন পরিচালনা করে এবং নারীদের সমস্যাগুলো মোকাবিলা করছে।’ সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ