Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালেবানকে কোনও অর্থ পরিশোধ করা হয়নি : যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগানিস্তান থেকে দ্রুত নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। এ প্রক্রিয়া নির্বিঘ্ন করতে তথা মার্কিন নাগরিক ও তাদের সহযোগীদের নিরাপদে দেশে ফেরাতে তালেবানের সঙ্গেও সমঝোতায় আসে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত এ প্রক্রিয়া নিরাপদেই সম্পন্ন হয়েছে। তবে এজন্য তালেবানকে কোনও অর্থ পরিশোধ করা হয়নি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। বুধবার সিনেটের শুনানিতে অংশ নিয়ে এ বিষয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। উভয়েই সিনেটকে বলেছেন, তারা গত মাসের উদ্ধার অভিযানের সময় যুক্তরাষ্ট্র কর্তৃক তালেবানকে কোনও অর্থ পরিশোধের বিষয়ে অবগত নন। এদিকে আফগানিস্তানের আকাশসীমায় ড্রোন পাঠানো বন্ধ করা না হলে পরিণতির বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে তালেবান। বুধবার টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দলটি। বিবৃতিতে বলা হয়েছে, ‘আফগানিস্তানে ড্রোন অপারেশন চালিয়ে যুক্তরাষ্ট্র সব আন্তর্জাতিক অধিকার ও আইনের পাশাপাশি কাতারের দোহায় দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। নেতিবাচক পরিণতি ঠেকাতে আমরা সব দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক অধিকার, আইন ও প্রতিশ্রুতির আলোকে আফগানিস্তানকে বিবেচনার আহ্বান জানাচ্ছি।’ তালেবানের এই বিবৃতির বিষয়ে অবশ্য তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। সূত্র : এএনআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ