Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

নভেম্বর থেকে খুলছে অস্ট্রেলিয়ার সীমান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

আগামী নভেম্বর থেকে আন্তর্জাতিক সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। তবে কেবল টিকা নেওয়া পর্যটকরাই দেশটিতে ঢুকতে পারবেন। দীর্ঘ ১৮ মাস পর প্রথমবার সীমান্ত খুলছে তারা। খবরে বলা হয়েছে, বর্তমানে কেবল অস্ট্রেলিয়ার নাগরিক ও বিশেষ ব্যক্তিদের দেশটিতে প্রবেশের অনুমতি রয়েছে। করোনাভাইরাসের প্রদুর্ভাব নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নিয়েছিল অজি সরকার। কিন্তু এটি নিয়ে বিতর্ক রয়েছে। কারণ, কঠোর বিধিনিষেধের কারণে মানুষজন তাদের পরিবারের সঙ্গেও দেখা করার অনুমতি পাচ্ছে না। শুক্রবার সাংবাদিকদের অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, যেসব রাজ্যে টিকা দেওয়ার হার ৮০ শতাংশের ওপরে, সেখানে ভ্রমণের স্বাধীনতা শতভাগ দেওয়া হবে। অস্ট্রেলিয়ানদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। বর্তমানে কেউ অস্ট্রেলিয়ায় প্রবেশ করলে তাকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ