Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জার্মানিতে বাস ডিপোয় আগুন, বহু বাস পুড়ল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

জার্মানির স্টুটগার্টে বাস ডিপোয় আগুন। বহু বাস পুড়ে গেছে। তবে কেউ মারা যাননি। পুলিশকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়ছে, দুই জন কর্মী ধোঁয়ায় অসুস্থ হয়েছিলেন। তাদের চিকিৎসা চলছে। বাস ডিপোর আগুন ছিল বেশ বড় আকারের। তাতে অন্ততপক্ষে ২০টি বাস পুড়ে ছাই হয়ে গেছে। পুলিশ ও দমকল বিভাগ জানিয়েছে, কেউ মারা যাননি। দুইজন অসুস্থ হয়েছেন। তাছাড়া কেউ আহতও হননি। শহরের পূর্ব দিকের বাস ডিপোয় আগুন লাগে। স্থানীয় সময় সকাল আটটা নাগাদ ফায়ার অ্যালার্ম বাজে। দমকল বিভাগের কর্মীরা সক্রিয় হন।
দমকল ও জরুরি পরিস্থিতি মোকাবিলার দায়িত্বে থাকা ২১০ জন কর্মী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে থাকেন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি সামলাতে সারারাত ধরে কর্মীরা কাজ করেছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। কেন আগুন লেগেছিল, তা এখনো জানা যায়নি। তবে যান্ত্রিক ত্রুটির জন্য আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকি ইচ্ছে করে আগুন লাগিয়ে দেয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া হচ্ছে না। স্টুটগার্ট পুলিশ ওই এলাকার বাসিন্দাদের দরজা ও জানালা বন্ধ রাখতে বলেছে। কোনো সাক্ষী থাকলে তাকেও যোগাযোগ করতে বলেছে পুলিশ। সূত্র : ডি ডব্লিউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ