Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় মার্কিন হামলায় আল কায়েদা নেতা নিহতের দাবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার এক নেতা নিহত হয়েছেন। গত ২০ সেপ্টেম্বর সিরিয়ার ইদলিব শহরের কাছে ওই হামলায় তার মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ওই আল-কায়েদা নেতার নাম সালিম আবু-আহমেদ। সিরিয়ায় পরিচালিত চালানো নানা সন্ত্রাসী হামলার পরিকল্পনায় তার হাত ছিল বলে মনে করা হয়। এ ছাড়া ওই অঞ্চলে হামলা চালানোর জন্য তহবিলও সংগ্রহ করতেন তিনি। এদিকে, ভারতীর বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় সালিম আবু-আহমেদ নিহত হলেও সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করা করা হয়েছে। আল-কায়েদার সন্ত্রাসীদের নিশানা করে ইদলিবে এর আগেও একাধিকবার হামলা করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া আরেক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদিকে হত্যা করতেও এ অঞ্চলে হামলা চালানো হয়েছে। সূত্র : এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ