রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা
দিনাজপুরের ফুলবাড়ীতে ৭০ বোতল ফেনসিডিলসহ ইউপি সদস্য জাকারিয়া জাকির ও মোঃ রবিউল আউয়ালকে আটক করেছে ডিবি পুলিশ দিনাজপুর। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টায় ষ্টেশন এলাকা থেকে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপুর গ্রামের মৃত মহসীন আলীর ছেলে ইউপি সদস্য ও কথিত থানা লাইনম্যান মোঃ জাকারিয়া জাকির (৪৫) এবং পৌর এলাকার কানাহার খালাশিপাড়া মহল্লার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে মোঃ রবিউল আউয়াল (৩২)। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ফুলবাড়ীর ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ জাকারিয়া ও রবিউলকে হাতেনাতে আটক করে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক এসআই বজলুর রশিদ জানান, আটক ইউপি সদস্য জাকারিয়া জাকির একজন কুখ্যাত মাদক বিক্রেতা। তিনি আরও জানান, আটক আসামীদের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।