Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

কালকিনি মহিষমারী বালিকা উচ্চ বিদ্যালয় ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনে চলছে পাঠদান

প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা

প্রতিষ্ঠার প্রায় একশ বছরেও অবকাঠামো উন্নয়ন ঘটেনি মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর এলাকার মহিষমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের। ফলে বাধ্য হয়ে পাঠদান চালাতে হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনে। এতে করে শিক্ষার্থী ও শিক্ষকদের প্রাণের সংশয় থাকলেও নজর দিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর স্কুলটিতে নতুন ভবন ও বাউন্ডারি দেয়াল নির্মাণের দাবি দিনকে দিন জোরালো হচ্ছে। স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা জানায়, ১৯১৮ সালে রমজানপুর এলাকায় নারী শিক্ষা তরান্বিত করতে মহিষমারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে স্কুলটিতে সাড়ে ৪শতাধিক ছাত্রীর পঠদান কার্যক্রম চালানো হলেও শতবছরেও স্কুলটির অবকাঠামো উন্নয়ন হয়নি। স্কুল প্রতিষ্ঠার পরে এলাকাবাসী নিজেদের অর্থায়নে একটি পাকা ভবন নির্মাণ করলেও তা এখন ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হয়ে পড়েছে। শ্রেণি কক্ষের সংকটের কারণে জীবনের ঝুঁকি নিয়েও সেখানেই চালানো হচ্ছে পাঠদান কার্যক্রম। স্কুলের ছাত্রী আরিফা, পাতা খানম, ছাবিহা, সুমনা, দিনা, সামিমা, ছামিয়া, স্মৃতিসহ ৩০/৪০জন ছাত্রী আক্ষেপ করে বলে ‘আমাদের স্কুলের ভবন ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত। তাই ঝড়-বৃষ্টির সময় আমরা প্রাণ ভয়ে বাড়িতে চলে যাই। এতে আমাদের পড়া-লেখায় সমস্যার সৃষ্টি হচ্ছে। আর স্কুলের সামনে সড়ক সেখানে বাউন্ডারি দেয়াল না থাকায় আমরা মেয়েরা নিরাপত্তাহীনতায় থাকি। এছাড়া স্কুলে টেবিল-চেয়ার ও বেঞ্চ সংকট থাকায় অনেক সময় দাঁড়িয়েও ক্লাস করতে হয়। আমরা এ সমস্যার সমাধান চাই।’ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মাইনুল হামিদ আজগর ও প্রধান শিক্ষক বিমল কৃষ্ণ মন্ডল বলেন ‘স্কুলের সবচেয়ে বড় সমস্যা হল ভবন। আর এটির জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’



 

Show all comments
  • আবুল হাসান ১৩ অক্টোবর, ২০২০, ১:১৬ পিএম says : 0
    একটি ভবণ খুবই জরুরী।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কালকিনি মহিষমারী বালিকা উচ্চ বিদ্যালয় ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনে চলছে পাঠদান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ