বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোবিন্দগঞ্জ উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলরকে সামনে রেখে কাউন্সিলর তালিকায় জামায়াত-বিএনপি-জাপার সদস্যদের অন্তর্ভুক্তির প্রতিবাদে গতকাল শালমারা রেল স্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শালমারা ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীসহ সহ¯্রাধিক মানুষ এ বিক্ষোভে অংশ নেয়। সকাল থেকে মিছিল ও মানববন্ধনের একপর্যায়ে সান্তাহার থেকে পঞ্চগড়গামী উত্তরবঙ্গ মেইল ট্রেন দুপুর ১২টায় গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা রেল স্টেশনের হোম সিগনালে পৌঁছুলে বিক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ট্রেনটি ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে।
অবরোধকারীদের পক্ষ থেকে শালমারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমতাজ আলী অভিযোগ করেন, আগামী ১৪ই ফেব্রুয়ারি উপজেলার ১৭নং শালমারা ইউনিয়নে ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। উক্ত সম্মেলনে দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে জামায়াত-বিএনপি ও জাপার কিছু সদস্যদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। আমি সভাপতি থাকার পরও আমাকে বা দলের কাউকে না জানিয়ে গোপনে এ তালিকা করে তাদের দিয়ে একটি সাজানো কাউন্সিল নির্বাচনের পাঁয়তারা করছে একটি অশুভচক্র। আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা এর প্রতিবাদে মানবন্ধন, রেলপথ অবরোধ ও বিক্ষোভ মিছিল করছে। খুব দ্রুত ওই তালিকা বাদ দিয়ে প্রকৃত তালিকা না করলে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে। শালমারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন সরকার বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে স্বচ্ছ তালিকা করার দাবি জানিয়ে আজকের মধ্যে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। যাত্রী সাধারণের অনুরোধের প্রেক্ষিতে একঘণ্টা পর বেলা ১টায় অবরোধ তুলে নিলে ট্রেন চালাচল স্বাভাবিক হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।