প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. থালাইভি
২. চেহরে
৩. বেল বটম
৪. ভুজ : প্রাইড অফ ইন্ডিয়া
৫. ফ্যাকট্রি
বেলবটম
২৪, আগস্ট ১৯৮৪ সালের আইসিসি ৬৯১ এয়ার ইন্ডিয়ার বিমান হাইজ্যাক নিয়ে এসপিওনাজ ড্রামা ‘বেলবটম’। সাত বছরে দিল্লি থেকে কোন ভারতীয় বিমান এই পঞ্চম বার ছিনতাই হল। এর আগের প্রতিবারই ছিনতাইকারীরা বিমান লাহোরে নিয়ে যায়। সেখান পাকিস্তানি প্রশাসন মধ্যস্থতা করে যাত্রীদের নিরাপদে মুক্ত করে। এবারও বিমান অমৃতসর হয়ে লাহোরে নামান হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি (লারা দত্ত) মধ্যস্থতার প্রস্তুতি নেয়। র এজেন্ট অংশুল মালহোত্রা যার সাংকেতিক নাম বেলবটম (অক্ষয় কুমার)। তার সবগুলো বিমান ছিনতাই নিয়ে রয়েছে পূর্ণাঙ্গ গবেষণা, তার বিশ্বাস এর পেছনে রয়েছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হাত। কিন্তু প্রধানমন্ত্রী তাকে বিশ্বাস করতে পারে না। এইসময় পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়া-উল-হক (কভি রাজ) যোগাযোগ করে মধ্যস্থতার অনুমতি চায়। বেল বটমের পরামর্শে প্রধানমন্ত্রী তাকে অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। পাকিস্তানের প্রেসিডেন্ট হতাশ হয়ে আইএসআইয়ে সেরা এজেন্ট দালজিত সিং ওরফে ডোডিকে (জইন খান দুররানি) পাঠায় বিষয়টি তদারক করতে। বেলবটম ব্যক্তিগতভাবে ডোডিকে অপছন্দ করে। তাদের তিক্ত অতীত রয়েছে। কিন্তু তাদের পথ এক হয়ে যায়। এখন সবার কৌতূহল ছিনতাইকারীরা এরপর কোন পদক্ষেপ নেবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।