Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ ভালো যার, সব ভালো তার নতুন করে বোঝাল ম্যানইউ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ৩:২৪ এএম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচটিতে ভিয়ারিয়ালের বিপক্ষে রোনালদোর শেষ মূহুর্তের ঝলকে ২-১ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

পুরো ম্যাচটিতে ম্যানইউকে চাপে রাখে স্পেনের ক্লাবটি। এমনকি প্রথমে গোলও তুলে নেয় ভিয়ারিয়াল। কিন্তু শেষ দিকে ম্যানইউ তাদের আক্রমণের পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে শেষ মূহুর্তে জয় তুলে নিয়ে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে রেড ডেভিলরা। এ ম্যাচের মাধ্যমে ম্যানইউ নতুন করে বুঝিয়ে দিল শেষ ভালো যার, সব ভালো তার।

ম্যাচটিতে ৫৩ মিনিটের সময় আলকাসার গোল করে ইউরোপা লিগের চ্যাম্পিয়নদের এগিয়ে নেন। কিন্তু এ গোল ৬০ মিনিটের সময় অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের করা কৌশলী ফ্রি কিক থেকে দুর্দান্ত শট করে শোধ করেন তেলাস। অবশেষে ৯৪ মিনিটে গোল করে দলকে জয়ই এনে দেন রোনালদো।

ম্যানইউর এ জয়ের পেছনে গোলরক্ষক ডেভিড ডি গিয়ার অবদান সবচেয়ে বেশি। তিনি পুরো ম্যাচটিতে হাফ ডজন নিশ্চিত গোল ঠেকিয়ে দেন। বলা যায় আজকের ম্যাচটিতে ম্যানইউ ত্রাতা হলেন ডি গিয়া।

ম্যাচটিতে ৭৮ মিনিটের সময় পল পগবার বদলে মাঠে নামেন এডিসন কাভানি। তিনি নামার পর যেন বদলে যায় পুরো ম্যানইউর চিত্র। তিনি দলে শক্তি সঞ্চার করে দেন। ম্যাচটির পুরো সময় রোনালদো খুব বেশি জ্বলে উঠতে পারেননি। তবে শেষ মূহুর্তে গোল করে তিনি ঠিকই নায়ক বনে গেলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ