Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাউজানে সড়ক দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:২১ পিএম

চট্টগ্রামের রাউজানে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। ওই বাইক চালকের নাম মো. মোরশেদ ইসলাম (৩০)। এসময় বাইকে থাকা তৌহিদুল ইসলাম সুমন (২৮) নামে এক আরোহীও আহত হয়েছেন। নিহত মোরশেদ ইসলাম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। আহত সুমন একই এলাকার আজিজুর রহমানের ছেলে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উরকিরচর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মাইজ্জা মিয়ার ঘাটায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে চট্টগ্রাম নগরী থেকে বাগোয়ান আসার পথে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মাইজ্জা মিয়ার ঘাটা এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান মোরশেদ আলম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আহত সুমন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দূর্ঘটনা

১২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ