Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানবতাবিরোধী অপরাধ খালেক মন্ডলসহ দু’জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন ২৭ ডিসেম্বর

প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা জেলার জামায়াত নেতা আব্দুল খালেক ম-লসহ দু’জনের বিরুদ্ধে চুড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল আগামী ২৭ ডিসেম্বর। গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নের্তৃত্বে তিন সদস্য বিশিষ্ট বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন। এর এদিন এ মামলার অগ্রগতি প্রতিবেদন দেয়া হয়।
এর আগে প্রসিকিউশন এই মামলার তদন্তের জন্য তিন মাসের সময় প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করে। প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন মামলাটি পরিচালনা করছেন। গত বছরের ১৬ জুন ভোরে সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর মহিলা মাদরাসায় নাশকতার উদ্দেশ্যে কয়েকজন সহযোগীকে নিয়ে গোপন বৈঠকের অভিযোগে আব্দুল খালেক ম-লকে গ্রেফতার করে পুলিশ। পরে আব্দুল খালেক ম-লের বিরুদ্ধে সাতক্ষীরায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার মধ্যে শহীদ মোস্তফা গাজী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখান ট্রাইব্যুনাল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানবতাবিরোধী অপরাধ খালেক মন্ডলসহ দু’জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন ২৭ ডিসেম্বর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ