বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভারের আশুলিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ইউসুফ হোসেন নামে আরও এক পুলিশ সদস্য। নিহতের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়া নরসিংহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ হোসেন (৩৪) ঢাকার উত্তরার ৭আর্মড পুলিশ ব্যাটালিয়নে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার নন্দপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। আহত ইউসুফ হোসেনেও একই ব্যাটালিয়নে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন জানান, পেশাগত দায়িত্ব পালনে উত্তরা থেকে দুই পুলিশ সদস্য মোটরসাইকেল যোগে বাইপাইলে দিকে আসার পথে নরসিংহপুর এলাকায় বিপরীতমুখী কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ফরহাদ হোসেন মারা যায়। অপরজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, তবে কাভার্ড ভ্যান ও এর চালককে আটক করা সম্ভব হয়নি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।