Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৭ পিএম | আপডেট : ১০:৩০ পিএম, ২৯ সেপ্টেম্বর, ২০২১

রোহিঙ্গা ক্যাম্পে আলোচিত রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে গুলি করে এবং জবাই করে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষের সন্ত্রাসীরা মুহিবুল্লাহকে আজ সন্ধ্যায় প্রথমে পরপর ছয়টি গুলি করে এবং পরবর্তীতে জবাই করে তার মৃত্যু নিশ্চিত করে বলে জানা গেছে।

বুধবার ২৯ সেপ্টেম্বর ২০নং ক্যাম্পে রাত সাড়ে আটটার দিকে এই হত্যাকান্ডটি সংঘটিত হয় বলে জানা গেছে। এই রিপোর্ট লেখার সময় তার লাশ রোহিঙ্গা ক্যাম্পের এমএসএফ হাসপাতালে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হক।

উল্লেখ্য রোহিঙ্গাদের শীর্ষনেতা এই মুহিবুল্লাহ নেতৃত্বে রোহিঙ্গাদের একটি প্রতিনিধিদল আমেরিকা সফরে গিয়ে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এর সাথে সাক্ষাৎ করেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা নেতাকে হত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ