Inqilab Logo

সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

একই সঙ্গে আইপিএলের দুই ম্যাচ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

আইপিএল স‚চিতে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। চলতি আসরে প্রাথমিক পর্বের শেষ দুই ম্যাচ একই সময়ে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। গতপরশু আইপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে জানানো হয়, আগামী ৮ অক্টোবরের ম্যাচ দুটি বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে। আগের স‚চি অনুযায়ী এদিন আবু ধাবিতে বাংলাদেশ সময় বিকাল চারটায় হওয়ার কথা ছিল সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ। আর রাত আটটায় দুবাইয়ে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লড়াই। বিবৃতিতে সময় পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানালেও এর পেছনের কারণ জানায়নি বিসিসিআই।
তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো তাদের প্রতিবেদনে বলেছে, একই সঙ্গে ম্যাচ দুটি আয়োজনের পরামর্শ দিয়েছে সম্প্রচারক স্বত্ব পাওয়া স্টার। ধারণা করা হচ্ছে, স্টার ২০২২ আসরের পরীক্ষাম‚লক প্রস্তুতি হিসেবে এমনটা করতে চাচ্ছে। যেহেতু আগামী আসরে একই সময়ে দুটি ম্যাচ বেশ কয়েক রাউন্ডে রয়েছে। এদিকে সভায় ২০২২ আসরের জন্য নতুন দুই আইপিএল ফ্র্যাঞ্চাইজি নিয়োগের বিষয়টি আগামী ২৫ অক্টোবর ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং কাউন্সিল। এরই মধ্যে ২০২৩ থেকে ২০২৭ সালের সম্প্রচার স্বত্বের দরপত্রও ছেড়েছে তারা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ