Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহামেডান-বন্দর কেউ জেতেনি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

দলীয় শক্তির বিচারে দু’দল সমান থাকলেও গোলের সুযোগ পেয়েছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি। এই সুযোগগুলো কাজে লাগাতে না পারায় মোহামেডান বøুজের সাথে গোলশূন্যভাবে শেষ করেছে চট্টগ্রাম বন্দর। এম.এ. আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার ফুটবল লীগে দু’দলের মধ্যকার গতকালের ম্যাচে উভয় দল আক্রমন ও পাল্টা আক্রমন করে খেললেও প্রথমেই গোলের সুযোগ পেয়েছিল সাদাকালো জার্সিধারী মোহামেডান বøুজ। খেলার ১৫ মিনিটে পরিকল্পিত আক্রমন থেকে বক্সের ভিতর আক্রমনভাগের খেলোয়াড় জাফর ইকবাল বল পেলেও তার শট সাইডবার ঘেঁষে বাইরে চলে যায়। এরপর ৩২ মিনিটে বন্দর ক্রীড়া সমিতির গোলের সহজ সুযোগ নষ্ট করে। বক্সের ভিতর ফাঁকায় দাঁড়ানো মামুন গোলরক্ষক উত্তমকে একা পেয়েও তাকে পরাস্ত করতে পারেনি। তার শট বারের উপর দিয়ে চলে গেলে বন্দর গোল পাওয়া থেকে বঞ্চিত হয়। দ্বিতীয়ার্ধে মামুন আরও একবার গোলের সুযোগ পেয়েছি। সে গোলে শট নিলে বল গোলরক্ষকের হাতে চলে যায়। ফলে গতকালের ম্যাচটি উভয় দলে মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ