Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুবকের বিবস্ত্র অর্ধগলিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে : | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে মঙ্গলবার বিকেলে যুবকের অর্ধগলিত বিবস্ত্র অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, আমরা অনুসন্ধান করে যুবকের নাম-ঠিকানা সংগ্রহ করি। যুবকের নাম মনির আহম্মেদ অনন্ত। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে। তবে ঢাকার ওয়ারী এলাকায় থাকতো বলে জানা গেছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ভাংগাপাড়া এলাকায় পদ্মা নদীতে যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে ভেড়ামারা থানার পুলিশ, নৌ-পুলিশ ও কুষ্টিয়া পিবিআই সেখানে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান আরো বলেন, মৃত্যুর কারণ জানা যায়নি।
নৌ-পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া মর্গে পাঠিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিবস্ত্র অর্ধগলিত লাশ উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ