Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষক-কর্মচারী সমিতির দাবি

প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

নন-এমপিও নি¤œমাধ্যমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষার অন্তর্ভুক্ত করতে হবে
স্টাফ রিপোর্টার : ‘নন-এমপিও নি¤œ মাধ্যমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষার অধিভুক্ত করার দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারী সমিতি। প্রাথমিক শিক্ষা ৮ম শ্রেণি পর্যন্ত উন্নীত করায় এই অধিভুক্তির দাবি জানিয়েছেন তারা। গতকাল (রোববার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নন-এমপিও নি¤œ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী সমিতির এক সংবাদ সম্মেলন এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির আহ্বায়ক শরীফুজ্জামান আগা খান। লিখিত বক্তব্যে তিনি বলেন, জ্ঞান-বিজ্ঞানের এক ক্রমপ্রসারমান যুগে আমরা বাস করছি। একজন শিক্ষার্থীর জানার পরিসর এখন আগের তুলনায় অনেক বেড়ে গেছে। যুগের সাথে তাল মিলিয়ে চলার সক্ষমতা অর্জন করতে পরিবর্তিত পরিস্থিতিতে নতুনভাবে শিক্ষার স্তরবিন্যাসের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। যে কারণে জাতীয় শিক্ষানীতিতে উন্নত দেশের শিক্ষাব্যবস্থার অনুরূপ প্রাথমিক শিক্ষাকে ৮ম শ্রেণি পর্যন্ত উন্নীতকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৮ম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে ইতোমধ্যে ৭৬৩টি প্রাথমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ-৮ম শ্রেণি খোলা হয়েছে। সেই হিসাবে এই স্তরে পাঠদানে নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিশ্চিত করাও সরকারের ওপর বর্তায়। তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে একটি উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন এমপিওভুক্ত না হওয়া বড় ধরনের সমস্যা হিসেবে বিরাজ করছে। একবারে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও করার বিষয়ে সরকার সিদ্ধান্তহীনতায় ভুগছে। নি¤œ মাধ্যমিক স্তরে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ১ হাজার ৮২৮টি। এই স্তরে কর্মরত ১২ হাজার শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতার অংকটাও তেমন একটা বড় নয়। এ সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষার অন্তর্ভুক্ত করলে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির সমস্যাও অনেকাংশে দূর হবে। সংবাদ সম্মেলনে আগামী ২৩ অক্টোবর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান ও ২৭ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মনছুর আলী, সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম, আব্দুল খালেক, সদস্য সাহাজ্জেল হোসেন, শাহিনূর রহমান, শওকত আলী, আসাদুজ্জামান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষক-কর্মচারী সমিতির দাবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ