Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় তিন মিষ্টির কারখানা ও দোকানকে জরিমানা

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ৮:১২ পিএম

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী, ওজনে কম দেওয়া ও বিএসটিআই এর অনুমোদন ছাড়া মিষ্টি উৎপাদন করার অভিযোগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা চাতরী চৌমহনী বাজার ও বারখাইন ইউনিয়নের শিলাইগড়া এলাকায় তিন মিষ্টি প্রস্ততকারক ও মিষ্টি দোকানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই এর পরিদর্শক মো: মুকুল মৃধা। অভিযানে সহযোগীতা করেন বিএসটিআই টিম ও আনোয়ারা থানা পুলিশ।

সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী জানান,নামীদামী দোকানের ব্রান্ডে প্যাকেটজাত করন, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও ওজনে কম দেওয়ার অপরাধে চাতরী চৌমহনী বাজারের সুইট কিং নামে মিষ্টির দোকানকে ৩০ হাজার টাকা, রুবী মিষ্টি মহলকে ২৫ হাজার টাকা ও দক্ষিণ শোলকাটার ছানা প্রস্ততকারী একটি কারখানার ম্যানেজার সুকুমার দেবকে ১০ হাজার টাকাসহ ৬৫ হাজার টাকা জরিমানা করা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ