Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফ্রান্স ও গ্রিসের বিপুল অঙ্কের প্রতিরক্ষা চুক্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

অস্ট্রেলিয়ার সাথে সাবমেরিন চুক্তি ভেস্তে যাওয়ার পর ইউরোপের দেশ গ্রিসের সাথে নতুন করে সামরিক চুক্তিতে পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। মঙ্গলবারের চুক্তির বিষয়ে গ্রিসের প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিতসোকাতিস এক ঘোষণায় জানান, তারা ফ্রান্সের সাথে পাঁচ বিলিয়ন ইউরোর একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় ফ্রান্স নিজেদের তৈরি প্রায় ৮টি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ সরবরাহ করবে গ্রিসকে। এথেন্সের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী আগামী ২০২৬ সালের মধ্যে সবগুলো যুদ্ধ জাহাজ সরবরাহ করবে প্যারিস। আর প্রথম চালান ২০২৪ সালে প্রবেশ করবে গ্রিসে। দু’দেশের চুক্তি পর ইমানুয়েল ম্যাখোঁ বলেন, সামরিক সক্ষমতা ও নিরাপত্তার ব্যাপারে ইউরোপের কখনোই আপস করা উচিত নয়। মাখোঁ আরও বলেন, ‘ভ‚মধ্যসাগরে নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে ফ্রান্স ও গ্রিস চুক্তিতে পৌঁছালো। এর মধ্য দিয়ে দেশ দুটির সম্পর্ক আগের অবস্থান থেকে আরও এক ধাপ এগিয়ে গেল’। স¤প্রতি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া ‘অকাস’ নামের নতুন জোট গঠন করেছে। ফরাসি নেভাল গ্রæপের জাহাজ নির্মাতার সাথে সাবমেরিন চুক্তি থেকে সরে এসে ওই দুই দেশের সাথে জোট গঠন করে অস্ট্রেলিয়া। ফলে ফ্রান্সের কাছ থেকে আর সাবমেরিন নেবে না অস্ট্রেলিয়া। এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ