Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাকিব-অপু জুটি নিয়ে মালেক আফসারীকে সিনেমা নির্মাণের প্রস্তাব!

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

অস্বীকার করার উপায় নেই একসময় শাকিব খান ও অপু বিশ্বাস জুটির চাহিদা নির্মাতা, প্রযোজক, সিনেমা হল মালিক ও দর্শকের কাছে ছিল। চাহিদার কারণে তাদের নিয়ে নির্মাতারা একের পর এক সিনেমা নির্মাণ করেছেন। তাদের নিয়ে প্রায় ৮০টি সিনেমা নির্মিত হয়েছে। এটি কোনো জুটির পক্ষে দেশের জন্য একটি রেকর্ড। তবে এ জুটি ভেঙ্গে যায়, দুজনের বিয়ে নিয়ে। বিয়ের পর অল্প সময়ের মধ্যে দুজনের মধ্যে ডির্ভোসও হয়। ফলে পর্দার জুটি বাস্তবেও ভেঙ্গে যায়। তাদের দুজনের মধ্যে দূরত্ব বৃদ্ধি পাওয়ায় একসঙ্গে কাজ করা হয়নি। অনেক নির্মাতা চেষ্টা করেও এ জুটি নিয়ে সিনেমা নির্মাণ করতে পারেননি। অপু বিশ্বাস শাকিব নির্ভর নায়িকা হওয়ায় তার ক্যারিয়ারেও ধস নামে। শাকিব অন্য নায়িকাদের সঙ্গে জুটি হয়ে অভিনয় করা শুরু করেন। ইতোমধ্যে চিত্রনায়িকা বুবলির সাথে জুটি বেঁধে ছয়-সাতটি সিনেমা করেছেন। সামনে আরও করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো কোনো নির্মাতা মনে করছেন, শাকিব-অপু জুটি ফিরিয়ে আনা দরকার। তাদের নিয়ে আবার সিনেমা নির্মাণ করলে চলচ্চিত্রের মন্দাবস্থা কিছুটা হলেও কাটানো যাবে। দর্শককে হলমুখী করা যাবে। তারা মনে করছেন, এখনও দর্শকের কাছে এ জুটির চাহিদা রয়েছে। সম্প্রতি এমন এক উদ্যোগের কথা বলেছেন, নির্মাতা মালেক আফসারী। টঙ্গীর বর্ষা ও বর্ষণ সিনেমা হলের মালিক বাদল এ জুটিকে নিয়ে সিনেমা নির্মাণের প্রস্তাব দিয়েছেন তাকে। এ কথা মালেক আফসারী নিজে তার ইউটিউব চ্যানেলে লাইভে এসে জানিয়েছেন। লাইভে প্রযোজক বাদলের সাথে মোবাইলে সরাসরি তিনি কথা বলে তা শোনান। মালেক আফসারী জানান, বাদল সিনেমা হলের মালিক হওয়ায় তিনি জানেন, কাকে ও কোন জুটি নিয়ে সিনেমা নির্মাণ করলে দর্শক হলমুখী হবে। সিনেমা ব্যবসা করবে। সিনেমার বাজেট সম্পর্কে বাদল সাহেব বলেছেন, বাজেট কোনো সমস্যা নয়। যত টাকা লাগুক শাকিব ও অপুকে নিয়ে তিনি সিনেমা নির্মাণ করতে চান। এ ব্যাপারে উদ্যোগ নিতে বলেছেন। আফসারী বলেন, বাদল সাহেব আগেও নেপথ্যে থেকে সিনেমা প্রযোজনা করেছেন। এখন তিনি প্রথমবারের মতো সরাসরি শাকিব-অপু জুটি নিয়ে সিনেমা নির্মাণ করতে চাচ্ছেন। সমস্যা হচ্ছে, তিনি এক অসম্ভব প্রস্তাব দিয়েছেন। শাকিব-অপু জুটি নিয়ে নতুন করে সিনেমা বানানো অসম্ভব ব্যাপার। এ দুজনকে এক করে সিনেমা নির্মাণ এখন কারো পক্ষে সম্ভব নয়। তারপরও বাদল সাহেব আমাকে তাদের সাথে কথা বলতে বলেছেন। এ ব্যাপারে আমি চিন্তা-ভাবনা করব বলে তাকে জানিয়েছি। মালেক আফসারী বলেন, বাদল সাহেব একজন হল মালিক ও ব্যবসায়ী। নিশ্চয়ই শাকিব-অপু জুটির চাহিদা দর্শকের কাছে আছে বলেই তিনি এ কথা বলেছেন। শুধু বাদল সাহেবই নন, মধুমিতা হলের মালিক নওশাদ ভাইও আমাকে এ জুটি নিয়ে সিনেমা নির্মাণ করার কথা বলেছেন। তারা সিনেমা ব্যবসায়ী। কোন জুটির সিনেমা দর্শক দেখে, এ সম্পর্কে তাদের চেয়ে বেশি আর কেউ জানে না। আর তারা এমনি এমনি শাকিব-অপু জুটি নিয়ে সিনেমা নির্মাণ করতে বলছেন না। মালেক আফসারী বলেন, আমি শাকিব-অপু জুটি নিয়ে মনের জ্বালা নামে একটি সিনেমা নির্মাণ করেছিলাম। সে সময় সিনেমাটি সুপারহিট হয়েছিল। এখন সমস্যা একটাই শাকিব-অপু জুটিকে এক করার সুকঠিন কাজটি কে করবে?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ