Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাশানা লিঞ্চের শৈশবের স্বপ্ন পূরণ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

ব্রিটিশ অভিনেত্রী লাশানা লিঞ্চ ২৫তম বন্ড ফিল্ম ‘নো টাইম টু ডাই’তে জিরোজিরো এজেন্ট নোমির ভূমিকায় অভিনয় করেছেন। অভিনেত্রী জানিয়েছেন শৈশবে বড় পর্দায় এমন একটি চরিত্র ছিল তার স্বপ্ন। ডেইলি মেইল পত্রিকাকে লিঞ্চ বলেন, আমি যখন ছোট ছিলাম তখন থেকেই নোমির মত চরিত্রকে বড় পর্দায় দেখার স্বপ্ন দেখে এসেছি। সে তার কাজে দক্ষ তবে একই সঙ্গে তার দুর্বলতাও আছে। সে কাজে থেকেই শিখছে- যেমন আমিও। ‘নো টাইম টু ডাই’ জেমস বন্ডের ভূমিকায় ড্যানিয়েল ক্রেইগের শেষ ফিল্ম। এতে বন্ড এক অপহৃত বিজ্ঞানীকে উদ্ধারের মিশনে বের হয়। লিঞ্চ জানান ফিল্মটির স্টান্ট দৃশ্যের প্রশিক্ষণ তাকে জীবনের বড় শিক্ষা দিয়েছে। ‘ক্যাপ্টেন মারভেল’ তারকা বলেন, ‘এই প্রশিক্ষণ আমাকে আমার ক্যারিয়ারের বাকিটার জন্য নিশ্চয়তা দিয়েছে।’ বন্ড ফিল্মের প্রযোজক বারবারা ব্রকোলি আশা প্রকাশ করেছেন লাশানা নোমির ভূমিকায় ফিরবেন, তবে জিরো জিরো সেভেন চরিত্রে নোমি স্থলাভিষিক্ত হবে এমন মনে করেন না তিনি। ব্রকোলি বলেন, অনেকে আশা করেছে। তবে, জেমস বন্ড পুরুষ চরিত্র। সিরিজের আরেক প্রযোজক মাইকেল জি. উইলসন জানিয়েছেন ক্রেইগের বিকল্প খোঁজায় তাদের তেমন তাড়া নেই, তা শুরু হবে আগামী বছর। উইলসন বলেন, ‘এই মুহূর্তে আমরা তা ভাবছিও না। বারবারা সবসময় বলেন বিষয়টি বিয়ের আগে কনেকে, ‘তোমার এর পরের বর কে হবে?’ জিজ্ঞাসা করার মত।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশানা লিঞ্চ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ