Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘হাজার দিনের পথচলা’ নিয়ে ঢাকায় নেস্লে নিউট্রিশন ইন্সটিটিউট

প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : শিশু মাতৃগর্ভে আসার প্রথম দিন থেকে পরবর্তী ১ হাজার দিন মা ও শিশুর সুস্বাস্থ্য এবং শিশুর ভবিষ্যৎ বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নার্সদের মধ্যে এই জ্ঞান বৃদ্ধি ও প্রশিক্ষণের জন্য নেস্লে নিউট্রিশন ইন্সটিটিউট (এনএনআই) দেশজুড়ে ‘হাজার দিনের পথচলা’ শীর্ষক ৬৬ দিনব্যাপী পুষ্টি বিজ্ঞান মেলা আয়োজন করেছে। পুষ্টি বিজ্ঞান মেলা উপলক্ষে এন এন আই-এর একটি বিশেষ বাহন (ক্যারাভান) ৬৪টি জেলা পরিভ্রমণ করবে। এ পুষ্টি বিজ্ঞান মেলায় সারাদেশ থেকে ১০ হাজার জন নার্সকে প্রশিক্ষিত করে তোলা হবে।
এ আয়োজনের অংশ হিসেবে গতকাল শাহজাহানপুর রেলওয়ে কলোনী সরকারি উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপি এ পুষ্টি বিজ্ঞান মেলাটি অনুষ্ঠিত হয়। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব প্রফেসর মোহাম্মদ আব্দুল আজিজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. মনিরুজ্জামান ভূঁইয়া, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের উপাধাক্ষ্য প্রফেসর ডা. মো. দৌলতুজ্জামান এবং নারী মৈত্রীর স্বাস্থ্য পরিচালক মাসুদা বেগম। এদিন মেলায় ১২৫ জন নার্স অংশগ্রহণ করেন।
মেলায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘শিশু জন্ম ও জন্ম পরবর্তী সময়ে নার্সরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তাদের প্রশিক্ষিত করে তোলা শিশু ও মায়ের সুস্বাস্থ্যের জন্য খুবই জরুরি। বর্তমান সরকার শিশু ও মায়ের সু-স্বাস্থ্যের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।’ অনুষ্ঠিত এ মেলায় অডিও-ভিডিও প্রদর্শনী, বায়োস্কোপ, পুষ্টিবিষয়ক কুইজসহ নানা কার্যক্রমের মাধ্যমে নার্সদের গর্ভ ও প্রসবকালীন সময়ের প্রস্তুতি, নিরাপদ প্রসব ব্যবস্থাপনা, প্রসবের সময় গোল্ডেন মিনিট ও এর ১০টি প্রধান ধাপ, মাতৃদুগ্ধের উপকারিতা, শিশুকে গরুর দুধ দেয়ার অসুবিধা, কোষ্ঠকাঠিন্য ও পেটের সমস্যা রোধে ল্যাকটোব্যাসিলাস রিউটারির ভূমিকা এবং সুষম খাদ্যবিন্যাসের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। ‘হাজার দিনের পথচলা’ ঢাকার মিরপুর, সাভার, পুরান ঢাকা ও কেরানীগঞ্জ থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে অন্যান্য জেলায় অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘হাজার দিনের পথচলা’ নিয়ে ঢাকায় নেস্লে নিউট্রিশন ইন্সটিটিউট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ