Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

করোনায় মৃত ৬৫০০ লাশ দাফন করেছে আল-মারকাজুল ইসলামী

অক্টোবরে শুরু হচ্ছে দাফন-কাফন প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ৭:১৮ পিএম

আল-মারকাজুল ইসলামী (এএমআই) এবং ইউএনডিপি’র সহযোগিতায় আগামী অক্টোবর মাস থেকে সারাদেশে করোনায় মৃত ব্যক্তিদের দাফন-কাফন পদ্ধতি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা শুরু হচ্ছে। আল-মারকাজুল ইসলামী একটি স্বেচ্ছা-সেবামূলক অরাজনৈতিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে।

বিগত দু’বছরে মহামারিতে আল-মারকাজুল ইসলামী ঢাকা সিটিতে ৬ হাজার ৫শ’ এরও অধিক মৃতদেহ কাফন ও দাফন করেছে। আল-মারকাজুল ইসলামীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামজা এ বিষয়টি নিশ্চিত করেছেন। করোনায় মৃত ব্যক্তিদের কাফন-দাফন একটি জটিল সমস্যা। উক্ত সমস্যা সহজতর পন্থায় সমাধানের লক্ষ্যে ও স্বাস্থ্য সুরক্ষা ও জন-সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে আল-মারকাজুল ইসলামী জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর (UNDP) এর সহযোগিতায় ২০২০ সালে ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও কক্সবাজার সহ দেশের ১০টি জেলায় করোনায় মৃতব্যক্তিদের কাফন-দাফন পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ প্রদান করেছে। উক্ত এলাকাসমূহে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের কাফন-দাফনের উদ্দেশ্যে ১০ সদস্যের একটি করে টিমও গঠন করা হয় ।

গতবছরের ন্যায় এবারও ইউএনডিপি এর সহযোগিতায় করোনায় মৃতব্যক্তিদের কাফন-দাফন পদ্ধতি নিয়ে রংপুর সিটি কর্পোরেশন, রাজশাহী সিটি কর্পোরেশন, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ী ও কক্সবাজারে উক্ত কর্মসূচি পরিচালিত হবে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের জন্য আল মারকাজুল ইসলামী -এএমআই এর অফিসিয়াল ফেসবুক পেইজে চোখ রাখার অনুরোধ জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আল-মারকাজুল ইসলামী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ