মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ছোট্ট ছোট্ট পুঁতির মতো দেখতে ম্যাগনেট বা চুম্বকীয় বল। জিভের উপর এমন ম্যাগনেট লাগিয়ে প্রায়ই টিকটক ভিডিও শ্যুট করেন টিকটকাররা। দেখে মনে হবে, ঠিক যেন জিভ ফুঁড়ে বসানো হয়েছে ওই বল। বিষয়টা দেখতে মজাদার হলেও এই চুম্বক পেটে যাওয়ার পরিণতি জানেন কি? অঙ্গহানি অথবা মৃত্যু! এমন সতর্কবার্তাই শোনাচ্ছেন ব্রিস্টলের ‘রয়্যাল আলেকজান্দ্রা চিল্ড্রেন্স হাসপাতাল’-এর সার্জেন কোস্টা হিলি।
সম্প্রতি সাসেক্সের ছ’বছরের এক শিশুকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন কোস্টা। সন্তানকে ফিরে পাওয়ার পর অন্য অভিভাবকদের উদ্দেশে বাচ্চাটির মায়ের বার্তা, ‘দয়া করে বাচ্চাদের ম্যাগনেট নিয়ে খেলতে দেবেন না!’ ছ’বছরের মেয়েটির অ্যাপেনডিক্স বাদ দিতে গিয়ে তার অন্ত্রে ২৩টি ম্যাগনেট বল পেয়েছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞদের ব্যাখ্যা, এই বল বেশিদিন বাচ্চাটির পেটে থাকলে সারাজীবনের জন্য কোনও ক্ষত হয়ে যেত অথবা নেমে আসত মৃত্যু!
বাচ্চাটির মা টানিথ জানিয়েছেন, টিকটক ভিডিও দেখেই ওই ম্যাগনেটের প্রতি বাচ্চাটির আগ্রহ জন্মেছিল। পুতুলের গয়না বানানোর জন্য ওই ম্যাগনেট বল সংগ্রহের নেশায় মেতেছিল সে। স্কুলে বলগুলি নিয়ে খেলতে গিয়ে ২৩টি ম্যাগনেট বল গিলে ফেলে বাচ্চাটি। ১২ সেপ্টেম্বর আচমকা পেটব্যথা শুরু হয় তার। সঙ্গে বমিও। ডাক্তারের কাছে নিয়ে গেলে শিশুটির অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। সার্জেনরা অ্যাপেন্ডিক্স বাদ দেওয়ার অপারেশন করতে গিয়ে বাচ্চাটির অন্ত্রে ম্যাগনেট বলগুলির হদিশ পান। ২৩টি চুম্বকীয় বল একসঙ্গে জুড়ে একটা হারের আকার নিয়েছিল। সার্জেন কোস্টা জানান, ম্যাগনেট বলগুলো ইতিমধ্যেই অন্ত্রে ছিদ্র করতে শুরু করেছিল, আর বেশি দেরি হলে মৃত্যুও হতে পারত। তবে, চিকিৎসকদের তৎপরতায় বাচ্চাটির শরীরে স্থায়ী কোনও ক্ষতি হয়নি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, বিবিসি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।