Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকসই জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রতিশ্রুতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

টেকসই জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে উড়োজাহাজ শিল্প। এ খাতের প্রায় ৬০টি প্রতিষ্ঠান ২০৩০ সালের মধ্যে টেকসই জ্বালানির ব্যবহার ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে। ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শ‚ন্যে নামাতে প্যারিস চুক্তির লক্ষ্যে পৌঁছাতে এ প্রতিশ্রæতি সহায়তা করবে বলে মনে করা হচ্ছে। এয়ারলাইনস, বিমানবন্দর ও করপোরেট ভ্রমণের ওপর নির্ভরশীল এ সংস্থাগুলো জীবাশ্ম জ্বালানির পরিবর্তে স্বল্প কার্বন নিঃসরণ বিকল্প জ্বালানি গ্রহণকে ত্বরান্বিত করার পরিকল্পনা করেছে। শিপিং, এভিয়েশন ও স্টিলের মতো ভারী শিল্প খাতগুলো বৈশ্বিক কার্বন নিঃসরণের এক-চতুর্থাংশেরও বেশি দায়ী। এভিয়েশন খাতে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানো বৈশ্বিক নীতিনির্ধারকদের জন্য একটি অব্যাহত চ্যালেঞ্জ। শেল, এয়ারবাস, ব্যাংক অব আমেরিকা, বোয়িং, আমেরিকান এয়ারলাইনস, হিথরো বিমানবন্দর, ইবেরিয়া, টোটাল এনার্জিস ও ভিসাসহ ৬০টি প্রতিষ্ঠান টেকসই জ্বালানির ব্যবহার বাড়ানোর অঙ্গীকারে স্বাক্ষর করেছে। পৌরসভা ও কৃষিবর্জ্যের মতো নবায়নযোগ্য ফিডস্টক থেকে টেকসই জ্বালানি তৈরি করা হয়। এরই মধ্যে এ ধরনের জ্বালানি ২ লাখ ৫০ হাজারেরও বেশি বাণিজ্যিক ফাইটে ব্যবহার করা হয়েছে। প্রতিশ্রæতিতে স্বাক্ষরকারীদের মধ্যে অন্যতম ব্রিটিশ এয়ারওয়েজের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শন ডোয়েল বলেন, উড়োজাহাজের টেকসই জ্বালানির উন্নয়ন ও বাণিজ্যিকীকরণ এভিয়েশন শিল্পের কার্বন নিঃসরণ শ‚ন্যে নামানোর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ