বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রেস বিজ্ঞপ্তি : গত ৩০ সেপ্টেম্বর ছিল নবাবজাদা সৈয়দ হাসান আলী চৌধুরীর ২৫তম মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন ধনবাড়ির কীর্তিমান নবাবজাদা। যারা এই জাতি এবং এই দেশকে তিলে তিলে গড়ে তুলেছেন, তাদের অনেককেই আমরা ভুলে গেছি। সামনে এগোতে হলে অতীতের দিকে বারবার ফিরে তাকাতে হয় এই কথাটিও আমরা ভুলে গেছি। এভাবে চলতে থাকলে আমাদের আত্মপরিচয় হয়তো কিছু থাকবে না। কথাগুলো বিভিন্ন বক্তার মুখে উচ্চারিত হয় গত শনিবার বিকালে ধানমন্ডি পিআরসি হলে। সেন্টার ফর ন্যাশনাল কালচার নবাবজাদা সৈয়দ হাসান আলী চৌধুরীর স্মরণে এই সভার আয়োজন করে। সাংস্কৃতিক পৃষ্ঠপোষক এম এ হান্নানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক পরিচালক বিশিষ্ট কবি কে এম আবদুল আউয়াল ও বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর আবদুস সালাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ড. এম এ সবুর, অ্যাডভোকেট ফয়জুল কবীর ও সাংবাদিক শরীফ আবদুল গোফরান। স্বাগত বক্তব্য রাখেন সিএনসির নির্বাহী পরিচালক মাহবুবুল হক। অনুষ্ঠানের বিশেষ এক পর্যায়ে সাহিত্যিক সাংবাদিক ও গবেষক শরীফ আবদুল গোফরানকে নবাবজাদা সৈয়দ হাসান আলী সিএনসি পদক ২০১৬ প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।