বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একটানা ১১ দিন পরে পুনরায় মৃত্যুর মিছিলে ফিরল দক্ষিণাঞ্চল। পটুয়াখালীর মির্জাগঞ্জের ৭৬ বছর বয়স্কা এক নারী বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুদিন চিকিৎসার পরে মারা গেছেন। এনিয়ে পটুয়াখালীতে ৬ হাজার ১৮৩ জন আক্রান্তের মধ্যে মৃত্যুর সংখ্যা ১০৮ জনে উন্নীত হল। আর দক্ষিণাঞ্চলে সর্বমোট মৃতের সংখ্যা দাড়াল ৬৭৭ জনে। গড় মৃত্যুহার এখনো ১.৫১%।
মঙ্গলবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলের ৬ জেলায় আক্রান্তের সংখ্যা আগের দিনের ১৭ থেকে ১৮ জনে উন্নীত হয়েছে। ২৩ সেপ্টেম্বর আক্রান্তের সংখ্যা ছিল ২১ জন। ২৪ সেপ্টেম্বর ১২, ২৫ সেপ্টেম্বর ৭, ২৬ সেপ্টেম্বর ছিল ৬ এবং ২৭ সেপ্টেম্বর ১৭ জন।
এনিয়ে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় সর্বমোট ২ লাখ ১২ হাজার ৩১৬ জনের নমুনা পরিক্ষার বিপরিতে শনাক্তের সংখ্যা ৪৪ হাজার ৯৩১ জনে উন্নীত হল। এরমধ্যে চলতি মাসের ২৮ দিনে আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৬০ জন। এসময়ে মারা গেছেন ২৩ জন। তবে মঙ্গলবার গড় শনাক্তের হার আগের দিনে চেয়ে দশমিক ৪ ভাগ কমে ২১.১৬%-এ স্থির হয়েছে।
রোববার দুপুরের পূববর্তি ২৪ ঘন্টায় বরিশাল মহানগরীতে আক্রান্তের সংখ্যা আগের দিনের ৭ থেকে ১ জনে হ্রাস পেয়েছে। এসময় মহানগরীর বাইরে বরিশাল জেলায় আক্রান্তের সংখ্যা ছিল দুই। গত শণি ও রোববার মহানগরীতে কোন করোনা রোগী শনাক্ত হয়নি। শণিবারে সমগ্র বরিশাল জেলায়ই নতুন কোন শনাক্ত ছিলনা। মঙ্গলবার দুপুর পর্যন্ত মহানগরীতে ১০ হাজার ৪০২ জন সহ বরিশাল জেলায় মোট আক্রান্তের সংংখ্যা ১৮ হাজার ২১৯। মঙ্গলবার সকাল পর্যন্ত বরিশালে গড় শনাক্তের হার ২৪.০৭%। যা এখনো বিভাগের তৃতীয় সর্বেচ্চ। বরিশালে এপর্যন্ত মৃত ২২৯ জনের মধ্যে মহানগরীতেই মারা গেছেন ১০১ জন। তবে জেলায় মৃত্যুহার দক্ষিণাঞ্চলের সর্বনি¤œ, ১.২৬%।
গত ২৪ ঘন্টায় ভোলাতে ৬ জন, পটুয়াখলীতে ৫ জন, পিরোজপুরে ৩জন ও ঝালকাঠীতে একজনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে এসময়ে দক্ষিণাঞ্চলের সর্বধীক মৃত্যুহারের বরগুনাতে ৩৮ জনের নমুনা পরিক্ষায় কারো দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়নি। দক্ষিণাঞ্চলে সর্বাধীক সংক্রমন হারের ঝালকাঠীতে এসময়ে ৫৩ জনের নমুনা পরিক্ষায় ১ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হবার খবরটি কিছুটা হলেও আশাব্যঞ্জক বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকগন। আগেরদিন জেলাটিতে কোন আক্রান্তের খবর ছিলনা।
পটুয়াখালীতে এপর্যন্ত ৬ হাজার ১৮৩ জনের দেহে করোন পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের গড়হার ১৫.৯২%। ১০৮ জনের মৃত্যু নিয়ে জেলাটিতে গড় মৃত্যুহার দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ, ১.৭৫% উন্নীত হয়েছে মঙ্গলবারে।
ভোলাতে এপর্যন্ত আক্রান্ত ৬ হাজার ৮০৭ জন মধ্যে মারা গেছেন ৯১ জন। শনাক্তের গড় হার ২০.৭৯%। দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমন হারের পিরোজপুরেও এপর্যন্ত ৫ হাজার ২৭১ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মারা গেছেন ৮৩ জন। শনাক্তের গড়হার ২৪.১৯%।
দক্ষিণাঞ্চলে সর্বাধীক মৃত্যুহারের বরগুনাতে ৩ হাজার ৮৫১ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ৯৭ জন। তবে জেলাটিতে গড় সংক্রমন হার দক্ষিণাঞ্চলের সর্বনি¤œ ১৫.৩৭%। জেলটিতে গড় মৃত্যুহার ২.৫২%।
এ অঞ্চলের সর্বোচ্চ সংক্রমন হারের ঝালকাঠীতে ১৮ হাজার ১৮০ জনের নমুনা পরিক্ষায় এপর্যন্ত ৪ হাজার ৬শ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গড় শনাক্তের হার ২৫.৩০%। জেলাটিতে ইতোমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ জনের।
অপরদিকে গত ২৪ ঘন্টায় ৪২ জন সহ স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে দক্ষিণাঞ্চলে সর্বমোট সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৪১৫ জন। গড় সুস্থতার হার এখন ৯৪.৩৪%।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।