Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মারভেলের ফিল্ম অন্য ফিল্মের ‘কাট-পেস্ট’ : ডেনি ভিলনভ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

এবার মারভেলের সুপারহিরো ফিল্মগুলোর সমালোচনায় মুখর হলেন চলচ্চিত্র নির্মাতা ডেনি ভিলনভ। তিনি জানিয়েছেন এই ফিল্মগুলো অন্য ফিল্মের কাট ও পেস্ট বই কিছু নয়। ‘প্রিজনার্স’, ‘সিকারিও’, ‘অ্যারাইভাল’ এবং ‘ব্লেড রানার ২০৪৯’ ফিল্মগুলোর এই বিখ্যাত নির্মাতা বর্তমানে তার ‘ড্যুন’ ফিল্মের প্রচার নিয়ে ব্যস্ত আছেন। স্প্যানিশ এলমুন্ডো পত্রিকাকে কানাডীয় নির্মাতাকে বিশাল বাজেটে নির্মিত ফিল্ম সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি তার মত দেন। তিনি বলেন, সমস্যা আসলে মারভেলের ফিল্মগুলো নিয়ে, সেগুলো আসলে আগে নির্মিত একই ধরণের ফিল্মসমূহের ‘কাট আর পেস্ট’। সম্ভবত সমস্যা আমরা বেশি মারভেল ফিল্ম দেখছি, যেগুলো আগের কিছু ফিল্মের ‘কাট আর পেস্ট’ ছাড়া আর কিছু নয়। মনে হয় এসব ফিল্ম আমাদের জম্বিতে পরিণত করেছে, ভিলনভ বলেন, ‘ভাল মানের বড় বাজেটের অনেক ফিল্ম নির্মিত হচ্ছে। আমি এর সবগুলো সম্পর্কে হতাশাবাদী হতে সক্ষম নই।’ তিনি জানান, তার সমসাময়িক ক্রিস্টোফার নোলান আর আলফোনসো কুয়ারোনের বড় বাজেটের ফিল্মগুলো নিয়ে তিনি অবশ্য আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘কে বলে বড় বাজেটের ফিল। মগুলো শৈল্পিকভাবে উত্তীর্ণ নয়? আমি এখন ক্রিস্টোফার নোলান আর আলফোনসো কুয়ারোনের কথা ভাবছি।’ ভিলনভের আগে নির্মাতা মার্টিন স্করসেসি মারভেলের সমালোচনা করেছেন। ফ্র্যাঙ্ক হারবার্টের ১৯৬৫তে প্রকাশিত উপন্যাস অবলম্বনে ভিলনভ পরিচালিত ‘ড্যুন’ ২২ অক্টোবর মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেনি ভিলনভ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ