Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সিলেটে করোনায় প্রাণহানী আরও ২ জনের , শনাক্তের হার নিন্মমুখী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ৩:২২ পিএম

সিলেটে করোনাভাইরাসে মারা গেছেন আরও ২ জন। তবে শনাক্তের হার নিন্মমূখী। সর্বশেষ গত ২৪ ঘন্টায় শনাক্তের হার নেমে এসেছে ১ দশমিক ৪৯ ভাগে। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টার মধ্যে মাত্র ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন সিলেট বিভাগে। এর মধ্যে সিলেট শনাক্ত হন ৭ জন, সুনামগঞ্জের ২ জন, মৌলভীবাজারের ২ জন ও ২ জন রয়েছেন হবিগঞ্জে। ৮৭১ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত করা হয় তাদেরকে। শনাক্তের হার ১.৪৯ ভাগ। গত দুই দিন রোগী শনাক্ত হন যথাক্রমে ২৭ জন ও ২৬ জন করে। এরও আগের দিন শনাক্ত হন ৩১ জন রোগী। সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৫০৮ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭৯৮ জন সহ সিলেট শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৫৬৯ জন, সুনামগঞ্জের ৬২৩৬ জন, মৌলভীবাজারের ৮০৮৩ জন ও ৬৬২০ জন রয়েছেন হবিগঞ্জে। এদিকে, গত চব্বিশ ঘন্টায় ২ জন করোনা রোগী মারা গেছেন সিলেট । এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৫৮ জন। এর মধ্যে ওসমানীতে ১১৭ জন সহ সিলেট মৃতের সংখ্যা ৯৬৭ জন। , সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও ৪৭ জন রয়েছেন হবিগঞ্জে। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেন, জানান, গত ২৪ ঘন্টায় ৩৫ জন সুস্থ হয়েছেন বিভাগে। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৭ হাজার ৯৯৯ জন। বর্তমানে ৮১ জন করোনা রোগী ভর্তি আছেন সিলেটের বিভিন্ন হাসপাতালে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ